হেড লাইন: গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় একিটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলছে, বাসটি উদ্ধারসহ চোর চক্রকে আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ চুরির ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রো-৬৪-৩০ সিরিয়ালের হানিফ পরিবহনের বাসটি গাইবান্ধা থেকে ঢাকায় চলাচল করতো।
বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া বৃহস্পতিবার সকালেই সদর থানায় একটি জিডি করেছেন। তিনি জানান, বুধবার রাতে টার্মিনালে রাখা বাসটির দরজা ও জানালা লক করা ছিল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় বাসটি গাইবান্ধা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে চালক ও হেলপার টার্মিনালে এসে দেখে বাসটি নাই। ধারণা করা হচ্ছে, ভোরে জানালা ভেঙে ভেতরে ঢুকে বাসটি চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
তিনি বলেন, বাস চুরি ঘটনাটি রহস্যজনক। এর আগে টার্মিনাল থেকে বাস চুরির এমন ঘটনা ঘটেনি। বাসটি চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের শক্তিশালী সিন্ডিকেট জড়িত। এ ছাড়া ঘটনার সঙ্গে আমাদের কোন স্টাফ ও টার্মিনালের কেউ না কেউ জড়িত আছে। আমরা বাসটি উদ্ধারে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছি। ইতিমধ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বাসটি রাখার একটি তথ্য জেনেছি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বাস চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। বাসটি উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
সূত্র: Bangla Tribune
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |