
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তাসনিম জারা। দল ছাড়ার আগে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা অনুদানের টাকা ফেরত চাইবেন, তাঁদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন জারা। এ বিষয়ে কবে টাকা ফেরত দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত জানান।
গতকাল সোমবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা বলেন, যাঁরা টাকা ফেরত নিতে চান, তাঁদের একটি ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে অনেকেই ফেরত চেয়েছেন। যারা এখনো জানাননি, তাঁদেরও অনুরোধ করছি জানাতে। যাঁরা ফেরত চাইবেন, প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ফেরত পাঠানো হবে।
গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরপর প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে তিনি নির্বাচন কমিশনে তা জমা দেন এবং পরবর্তীতে মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা দুইজনের স্বাক্ষরে অসামঞ্জস্য পাওয়ায় তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়ন ফিরে পেতে তিনি আপিল করেছেন।







































