প্রচ্ছদ জাতীয় টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

দেওয়া হবে। ১৫ বছরের অধিক বয়সী যেকোনো ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা গ্রহণ করতে পারবে।

৭. টিসিভি টিকা দিলে কি টাইফয়েড সংক্রমণ অথবা টাইফয়েড জ্বর হবে না?

উত্তর : সংক্রমণের পূর্বে এই টিকা গ্রহণ করলে পুনরায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এবং পরে টাইফয়েড জ্বর হলেও জটিলতা সৃষ্টি হয় না।

৮. মেয়েদের এই টিকা দিলে বিয়ের পর সন্তান ধারণে কোনো সমস্যা হবে কি?

উত্তর : টিসিভি টিকা অত্যন্ত নিরাপদ এবং কার্যকর। এই টিকা নারীর গর্ভকালীন জটিলতা, প্রজননক্ষমতা হ্রাস কিংবা সন্তান ধারণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বরং এই টিকা টাইফয়েড জ্বর হতে সুরক্ষিত রাখে।

৯. গর্ভবতী কিশোরী বা দুগ্ধদানকারী মা কি এই টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন?

উত্তর : না। গর্ভাবস্থায় বা দুগ্ধদানকারী মাকে এই টিকা দেওয়া যাবে না।

১০. টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় একজন রোগী এই টিকা গ্রহণ করতে পারবে কি?

উত্তর : না, টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় এই টিকা গ্রহণ করা যাবে না। তবে জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর এই টিকা গ্রহণ করা যাবে।

১১. আগে টাইফয়েড রোগে আক্রান্ত হলে পরবর্তী সময়ে কি টিকা গ্রহণ করা যাবে?

উত্তর: হ্যাঁ, গ্রহণ করা যাবে।

১২. টাইফয়েড টিকা গ্রহণের সঙ্গে অন্য টিকা গ্রহণের সম্পর্ক আছে কি?

উত্তর : টাইফয়েড টিকা গ্রহণের সময়, অর্থাৎ একই সঙ্গে আগে কিংবা পরে অন্য যেকোনো টিকা গ্রহণ করা যাবে।

১৩. আগে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলে এই ক্যাম্পেইনে কি পুনরায় এই টিকা গ্রহণ করা যাবে?

উত্তর : ৯ থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা আগে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলেও ক্যাম্পেইন চলাকালীন তাদেরেএক ডোজ টাইফয়েড টিকা অবশ্যই নিতে হবে।

১৪. টাইফয়েড ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত এলাকার বাইরের কোনো ছাত্র-ছাত্রী/শিশু যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া যাবে কি?

উত্তর: হ্যাঁ, দেওয়া যাবে।

১৫. শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত টিকাদান সেশনে কোনো ছাত্র বা ছাত্রী অনুপস্থিত থাকলে সে কি আর টাইফয়েড টিকা নেওয়ার সুযোগ পাবে?

উত্তর : শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট দিনে ছাত্র-ছাত্রী টাইফয়েড টিকা পাওয়া থেকে বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো নিয়মিত/স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

১৬. কমিউনিটির নির্ধারিত টিকাদান সেশনে কোনো শিশু টিকা নিতে পারেনি; তাহলে সে কি আর টাইফয়েড টিকা নেওয়ার সুযোগ পাবে?

উত্তর : হ্যাঁ, পাবে। ক্যাম্পেইন চলাকালীন যেকোনো ইপিআই টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

১৭. এই টিকা কি সরকারি উদ্যোগে প্রদান করা হবে?

উত্তর : হ্যাঁ, এক ডোজ টাইফয়েড টিকা বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইপিআই টিকাদান কেন্দ্ৰসমূহে বিনামূল্যে দেওয়া হবে।

১৮. টিকা গ্রহণের সময় হঠাৎ দেখা যায়, একই সঙ্গে অনেক কিশোরী অসুস্থতা বোধ করে বা অজ্ঞান হয়ে যায়; অনেক ক্ষেত্রে তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়। এর কারণ কী? এটি কি ভয়ের কিছু?

উত্তর : না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে Mass Psychogenic IIIness বলে, যা মূলত টিকা গ্রহণের আগে বা পরে মানসিক ভীতিজনিত কারণে একটি প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে একজন কিশোরী অসুস্থ বোধ করলে অন্য অনেক কিশোরীও ভয় পেয়ে অসুস্থ বোধ করে, যা সম্পূর্ণ মানসিক কারণ; এর সঙ্গে টিকাজনিত অসুস্থতার কোনো সম্পর্ক নেই।

সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর