
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, টঙ্গী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে অপহরণের বিষয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একজন বর্ষীয়ান আলেমের অপহরণকে পুলিশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে মামলা রুজুর পূর্বেই অনুসন্ধান শুরু করে। মামলার তদন্তকালে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তদন্তে সবার সহযোগিতা প্রত্যাশা করে।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো পক্ষকে দায়ী না করে ধৈর্যশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিনীত অনুরোধ জানাচ্ছে।
উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) গুমের একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশ থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা একটি গাছের সঙ্গে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।









































