প্রচ্ছদ আর্ন্তজাতিক জ্বালানি তেলের দামে সর্বোচ্চ পতন

জ্বালানি তেলের দামে সর্বোচ্চ পতন

জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। মঙ্গলবার (১৫ অক্টোর) বাজার বিশ্লেষণে এমন পরিস্থিতি দেখা গেছে। এছাড়া সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইসরায়েল ইরানের তেল স্থাপনায় হামলা চালাবে না। এ অবস্থায় জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে তা কিছুটা কেটে গেছে। খবর রয়টার্স

ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ৩.২৮ ডলার কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৭৪.১৮ ডলার। এছাড়া ওয়েস্ট টেক্সাস জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৩.৩৩ ডলার কমে দাঁড়িয়েছে ৭০.৫০ ডলার। উভয় বেঞ্চমার্কের তেলের দামে ৪ ডলার কমেছে। সে অনুযায়ী অক্টোবরের শুরু থেকে জ্বালানি তেলে দাম এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সোমবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনার হামলা চালাবে না। বরং তেল আবিব তেহেরানের সামরিক স্থাপনার হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।

গত এক অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে তেল উৎপান ব্যবহত হয়। পরে তেলের দাম কিছু বাড়লেও আবার কমতে শুরু করেছে।

এদিকে লেবাননেও হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। গতকাল সোমবার হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তেল আবিব। এছাড়া লেবাননের উত্তরে ইসরায়েলের হামলায় ২১ জন নিহত হয়েছে।

সিনিয়র মার্কেট বিশ্লেষক ফিলিপ নোভা বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তেলে দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। যদি সেটা না থাকত তাহলে জ্বালানি তেলের দাম ৭০ ডলারের নিচে নেমে যেত। কারণ চাহিদার ব্যাপক পতন ঘটে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।