প্রচ্ছদ জাতীয় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরকে নৌকা উপহার

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরকে নৌকা উপহার

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস। শনিবার (১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে একটি নৌকা উপহার দেন। এ সময় তিনি বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব ও ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ নভেম্বর আলজেরিয়ার মুক্তিযুদ্ধ সূচিত হয়, যা পরবর্তীতে ১৯৬২ সালে দেশটির স্বাধীনতা এনে দেয়। প্রতি বছর এই দিনটি ‘আলজেরিয়া বিপ্লব দিবস’ হিসেবে উদযাপিত হয়।

সূত্র : বিডিনিউজ