
জোটের স্বার্থে যদি নিজের আসন ছেড়ে দিতে হয় তাহলে প্রতিক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রবিবার (৫ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনের টকশোকে অংশ নিয়ে অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নের জবাবে এ বিষয়ে জানান। এসময় জাতীয় নাগরিক পার্টির নেতা সরোয়ার তুষারও উপস্থিত ছিলেন।
টকশো চলাকালে প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানাকে উপস্থাপক প্রশ্ন করেন, ‘যদি জোটগত কারণে দল আপনাকে আপনার আসনটি ছেড়ে দিতে বলা হয় তখন আপনি কি ছেড়ে দেবেন?’ এসময় ব্যারিস্টার রুমিন ফারহানা উত্তর দিয়ে বলেন, ‘এটা তো অনেক ব্যক্তিগত প্রশ্ন! আপনি তো এই প্রশ্ন আমাকে করতে পারেন না। সময় বলে দেবে– আমি কি করব।’
এরপর উপস্থাপক শিশির মনিরকে প্রশ্ন করেন ‘যদি জোটগত কারণে দল আপনাকে আপনার আসনটি ছেড়ে দিতে বলে, আপনি ছেড়ে দিতে প্রস্তুত আছেন কিনা? আপনার দলের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন– অন্তত ১০০ আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হবে।’
এসময় শিশির মনির বলেন, ‘অফ কোর্স! যদি জোটগত কারণে আমার আসন ছেড়ে দিতে হয় আমার কোন আফসোস থাকবে না, আমি অত্যন্ত হ্যাপিলি ছেড়ে দেবো। দল যে সিন্ধান্ত নিবে আমি একমত পোষণ করবো। ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই। দলীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে যে সিন্ধান্ত হবে, আমরা মেনে নিব। কারণ, আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পার্টি। আমরা মনে, করি দলীয় শৃঙ্খলাবোধ আমাদের আদর্শের অংশ। সুতরাং আমরা দলীয় শৃঙ্খলার বাইরে একবিন্দুও যাব না। কারণ, আমার দল জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খলিত দল। এখানে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা গুরুত্বপূর্ণ নয়।’
সূত্র: The Daily Campus










































