বাংলাদেশে বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সহ গোটা বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। সাংবাদিক সাম্প্রতিক গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অব্স্থান জানতে চাইলে মিলার বলেন, আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।
মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যমভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।
সূত্র : মানবজমিন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |