ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ শেষে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় হঠাৎ মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে জুরাইনের আলমবাগ এলাকায় রেললাইনে এ অভিযান চালানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হলেও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাফায়েত হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘শুক্রবার সকালে জুরাইন রেলগেট অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। জুমার নামাজের পর সেখানে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। রেললাইন থেকে আন্দোলনকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশের কাছে অভিযোগ রয়েছে, জুরাইন রেলগেট এলাকায় মাদক সেবন ও বিক্রি হয়। অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। তবে কোনও মাদক কারবারিকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। মাদকের সঙ্গে সংশ্লিষ্টা না পাওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
জানা গেছে, শুক্রবার বিকালে জুরাইন রেলগেট থেকে আলমবাগ পর্যন্ত প্রায় একঘণ্টা অভিযান চালায় পুলিশ। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর ও কদমতলীসহ কয়েকটি থানা-পুলিশ অংশ নেয়। অভিযান শেষে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এর আগেও জুরাইন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এটি চলমান প্রক্রিয়া।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |