প্রচ্ছদ জাতীয় জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত

জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবরে বৃহস্পতিবার রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচীর ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সারা রাত সেখানে অবস্থান নেওয়ার পর আজ শুক্রবার বাদ জুমা আরও বড় কর্মসূচীর ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তার আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে হাসনাত বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ পরে ফেসবুক পোস্টেও সেই কর্মসূচির কথা জানান হাসনাত।

হাসনাত তার পোস্টে লিখেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারা এই কর্মসূচীতে যোগ দেবেন সেটি জানিয়ে হাসনাত লিখেন, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার।’

পোস্টের শেষ অংশে হাসনাত লিখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।’

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। লড়াই চলবে।’

সূত্র: যুগান্তর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।