প্রচ্ছদ জাতীয় জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে।

জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ এডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ মিলেছে।

ওই অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্তে আসেন গঠিত তদন্ত কমিটির দুই সদস্য।

জানা গেছে, চলতি বছরের ২ জুন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলামকে সমনোনীত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এরপরই বোর্ডে দাখিলকৃত বিএনপি নেতার দারুল ইহসান ইউনিভার্সিটির মাস্টার্সের সার্টিফিকেট সঠিক নয় উল্লেখ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মোকাজ্জল নামে এক ব্যক্তি।

গত ২৪ সেপ্টেম্বর ওই লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে ৯ অক্টোবর বোর্ডে সহকারি কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী ও সেকশন অফিসার হিরু শেখকে দায়িত্ব দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক।

এদিকে, গঠিত তদন্ত কমিটির দুই সদস্য শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে আসেন। এসময় তাদের আগমনে বিএনপি নেতার জাল সনদে এডহক কমিটির সভাপতি হওয়ার কথা জানাজানি হয়। এনিয়ে উপজেলা জুড়ে নানা কানাঘুষা ও গুঞ্জন শুরু হয়েছে।

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতির সার্টিফিকেটের বিষয়ে বোর্ড থেকে দুই কর্মকর্তা তদন্তে এসেছিলেন। বিষয়টি তারাই ভাল বলতে পারবেন।