প্রচ্ছদ রাজনীতি জামায়াত ও এনসিপিকে কড়া বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান

জামায়াত ও এনসিপিকে কড়া বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। দুই দলের নেতাদেরকে ‘অতিরিক্ত কথা’ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।শুক্রবার (১১ জুলাই) অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

নিজ বক্তব্যে তিনি বলেন, “আমি জামায়াতের বিরুদ্ধে কথা কই বলে, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে কথা কই বলে আমি খারাপ হয়ে গেছি গা। এরা কি নিয়ে যাইতেছে,তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে। আমি তো আমার দেশ বাংলাদেশ বানাতে চাই, আমি তো আফগানিস্তান চাই না।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে উদ্দেশ্য করে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “এই যে কইছে না, শাপলা না পাইলে ধানের শীষে ভোট করতে দিবে না। আমি যে কই, বাপ-দাদার নাম নেই চাঁন মল্লের বেয়াই— এইটা তো এমনি এমনি কই না….আসমানে ওঠতে চাও? বিএনপির একটা ওয়ার্ডের কর্মী ঢাকায় বাইর হলে তোদের পাত্তা পাওয়া যাবে না। আবার বলিস ধানের শীষকে একবারে বাতিল কইরা ফেলবি তোরা। এগুলো অতিরিক্ত হচ্ছে এগুলো বন্ধ করতে হবে।ফজলুর রহমান বলেন, “বাংলাদেশের বাপের নাম বা মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মিছা কইতেছি না হাছা কইতেছি? মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হইতো? তাইলে এইটা হলো আমার মা-বাবা আমি এই দেশের সন্তান। এই দেশটাকে কি আমি রাখবো কিনা? এই বাংলাদেশটা আমি রাখবো কি না? নাকি এইটার পূর্ব পাকিস্তান নাম দিমো? পাকিস্তান যদি নাম না হয়, তাইলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও, তাইলেতো

এইখানে স্বাধীনতাবিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায়, ভোট করে আসতে হবে।”তা নাহলে এখানে আমাদের অধিকার বেশি। এদেশ প্রতিষ্ঠায় আমাদের রক্ত ঘাম জড়িয়ে আছে প্রত্যেক বালি কণায়। আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘আই অ্যাম মেজর জিয়াউর রহমান, হেয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ’, বাংলাদেশ থাকলে তো আমরা এই দেশের দায়িত্ব পালন করব এবং মানুষের ভোট আমরা নেবো। সমস্ত তারা দখল করে বসে আছে।”এসময় তিনি বলেন কারও কাছে এমন শুনি— দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ। নৌকা তো গেছে। আরেকটা সাপকে বিদায় করে দিবা,ধানের শীষকে। তোমরা খালি পাল্লা, আরো বলে যে শাপলা না পাইলে ধানের শীষের ভোটও করতে দিবে না। কইছে কি-না? আপনারা শুনছেন তো?

 

অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে মতবিনিময় সভায় অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।