প্রচ্ছদ জাতীয় জামায়াত আমির ও চরমোনাই পীরের বৈঠক, একসঙ্গে চলার অঙ্গীকার

জামায়াত আমির ও চরমোনাই পীরের বৈঠক, একসঙ্গে চলার অঙ্গীকার

দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশালে চরমোনাই মাদরাসা দরবারে দুই দলের আমিরের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের ব্যবহার করেছে। তারা আর এইভাবে ব্যবহার হতে চান না। আল্লাহর রাস্তায় দীনের পথে তারা এক হয়ে চলবেন। এছাড়া আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

বরিশালে জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন আমীর ডা শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সন্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে তিনি চরমোনাই দরবারে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করেন।