প্রচ্ছদ হেড লাইন জামায়াত আমিরের কড়া সমালোচনা করে যা বললেন চরমোনাই পীর

জামায়াত আমিরের কড়া সমালোচনা করে যা বললেন চরমোনাই পীর

‘জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমিরকে ইঙ্গিত করে রেজাউল করিম বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মুরুব্বি বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন হতে পারে না।

তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যখন দেশে অরাজকতা চলছিল তখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জতের হেফাজতের জন্য পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এমনকি কোভিডের সময়ে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা, দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছি।

চরমোনাই পীর বলেন, নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিষ্কার বলে দিয়েছে- তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না; অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঘোষণা করেছিল, ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি।

তিনি বলেন, ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স। তাই ইসলামী আর্দশে, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পরিষ্কার বলেছেন যে, তারা ইসলামের নীতি আদর্শে দেশ চালাবেন না।

সভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সূত্র : যুগান্তর পত্রিকা