প্রচ্ছদ জাতীয় জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি, এনসিপির ৩০ নেতার চিঠি

জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আপত্তি, এনসিপির ৩০ নেতার চিঠি

বাংলাদেশ জামায়াত ইসলামী ও আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলটির ৩০ নেতা। শনিবার (২৭ ডিসেম্বর) চিঠিটি নাহিদ ইসলামের হাতে পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা, দলের ঘোষিত মূল্যবোধ ও গণতান্ত্রিক নীতির আলোকে জামায়াতের সঙ্গে যেকোনো জোট বা আসন সমঝোতার বিরোধিতা করা হয়। নেতারা দাবি করেন, জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনীতি, গুপ্তচরবৃত্তি, অপপ্রচার, ১৯৭১-এর ভূমিকা ও ধর্মভিত্তিক ফ্যাসিবাদের আশঙ্কা এনসিপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

চিঠিতে উল্লেখ করা হয়, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করলে দলের নৈতিক অবস্থান দুর্বল হবে এবং নতুন প্রজন্মসহ দলীয় সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও আস্থাহীনতা তৈরি হবে। তারা মনে করিয়ে দেন, নাহিদ ইসলাম অতীতে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী দেয়ার ঘোষণা এবং গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের সিদ্ধান্তের কথা বলেছিলেন; মনোনয়ন বিক্রির পর অল্প আসনে জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করা হয়।

নেতারা সতর্ক করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা সামনে আসার পর থেকেই দলের মধ্যপন্থী সমর্থকদের বড় অংশ সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে এনসিপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করবে।

চিঠিতে জামায়াতের সঙ্গে জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নীতির ভিত্তিতে কৌশল নির্ধারণ হওয়া উচিত, কৌশলের জন্য নীতি বিসর্জন নয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক, এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. শওকত আলী, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ওয়াহিদ উজ জামান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব মো. ফারহাদ আলম ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন, কেন্দ্রীয় সদস্য তারিক আদনান মুন, কেন্দ্রীয় সদস্য মো. ইমরান হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সদস্য তাওহীদ তানজীম, কেন্দ্রীয় সদস্য মাহবুব এ খোদা, সংগঠক (দক্ষিণাঞ্চল) নফিউল ইসলাম, সংগঠক (উত্তরাঞ্চল) দ্যুতি অরণ্য চৌধুরী, সংগঠক (দক্ষিণাঞ্চল) হামযা ইবনে মাহবুব, কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা, সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহামেদ, কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সংগঠক (দক্ষিণাঞ্চল) আসাদ বিন রনি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল, সংগঠক রফিকুল ইসলাম আইনী।