প্রচ্ছদ জাতীয় জানা গেল চাকসু নির্বাচনের এক কেন্দ্রের ফল, এগিয়ে ছাত্রদল

জানা গেল চাকসু নির্বাচনের এক কেন্দ্রের ফল, এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস’ কেন্দ্রের ফল জানা গেছে। এতে এগিয়ে রয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা।

জানা যায়, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ১২৪টি ভোট কাস্ট হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রদল।

আর জিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির।
এই কেন্দ্রে ভিপি পদে সর্বোচ্চ ৩৪টি ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের সাজ্জাদ হৃদয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের ইব্রাহিম রনি পেয়েছেন ২৭ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট।

ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট।
আর এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের তৌফিক ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে শিবিরের প্রার্থী মুন্না পেয়েছেন ১১ ভোট।