প্রচ্ছদ অপরাধ ও বিচার হঠাৎ হামলার শিকার ৪ পুলিশ সদস্য, জানা গেল আসল তথ্য

হঠাৎ হামলার শিকার ৪ পুলিশ সদস্য, জানা গেল আসল তথ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওয়ারেন্টেভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে চার পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় জেলা পুলিশ সুপার রেজাউল করিম দুই পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চার পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন- আবুল কালাম আজাদ, মানিক, আব্দুর রব ও শামিম হায়দার।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা পোশাকের ৮ পুলিশ সদস্যের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে যায়। এ সময় আসামিকে আটক করে সিএনজিতে তোলার সময় আসামির লোকজন তাকে ছিনিয়ে নিতে সিএনজি উল্টে দেয় এবং পুলিশের উপর হামলা ও মারধর করে। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মিন্টুর লোকজন পুলিশের ব্যবহৃত সিএনজি উল্টে দেয় এবং সামনের কাঁচ ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করা হয়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, পুলিশ সদস্যরা রাত সাড়ে সাতটার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লেখা রয়েছে। তবে তাদের ইনজুরি তেমন গুরুতর নয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আসামি ও হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : চ্যানেল২৪

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।