প্রচ্ছদ জাতীয় জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় এ ভাষণ শুরু করেন।

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডসহ সব বেসরকারি টেলিভিশনে ভাষণটি সরাসরি সম্প্রচার করছে।

এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় বলে ভাষণে জানান প্রধান উপদেষ্টা।