প্রচ্ছদ বিনোদন জলে ফোন ফেলে দেয়ার ঘটনায় যা বললেন জায়েদ

জলে ফোন ফেলে দেয়ার ঘটনায় যা বললেন জায়েদ

আলোচিত চিত্রতারকা জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার থেকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৫ সেকেন্ডের এ ভিডিও ক্লিপ দেখে কিছুই বোঝার উপায় নেই!

তবে সেই ঘটনা নিয়ে পরিস্কার করে কেউ কিছু বলেনওনি। তবে বুধবার শুধুমাত্র একটি স্ট্যাটাস দিয়েছেন জায়েদ। যেখানে তিনি লিখেছেন,“নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।”

জায়েদের এমন স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে হাসিঠাট্টা। সেই সাথে জায়েদের ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সমালোচনাও করছেন কেউ কেউ।

নির্জন নামের একজন লিখেছেন, “নতুন কোনো প্রমোশনের জন্য এমন কর্মকাণ্ড কিনা জানিনা। দিন যত আসছে, আপনাদের কর্মকাণ্ডে মানুষ তত বিশ্বাস হারাচ্ছে। সত্যি যদি এমন করে, তাহলে দুঃখজনক।” মাহফুজুর রহমান লিখেছেন,“শিল্প আর বাণিজ্যকে গুলায়ে আপনারা ওরস্যালাইন বানিয়ে ফেলেছেন।” মহিবুল ইসলাম নামের একজন লিখেছেন,“ভাই এদেশে বিজ্ঞাপনের আইডিয়ার বোধহয় খরা চলছে, সবাই একই টেকনিক ফলো করলে কীভাবে হবে?”

‘কোম্পানির প্রচারের স্বার্থে’ নানা কৌশলে পণ্যের বিজ্ঞাপন দেখা যায় আজকাল! সম্প্রতি ভিন্ন ভিন্ন কৌশলে পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে তারকা ক্রিকেটারদেরও। জায়েদের সাথে সেলফি তুলতে গিয়ে ফোন জলে ফেলা দেয়ার ভিডিও ক্লিপটিকেও কোনো বিজ্ঞাপনের পূর্ভাবাস বলেই মনে করেছেন অনেকে। এখন দেখা যাক, সত্যিই কোনো বিজ্ঞাপনের শুটিং ছিলো কিনা!

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।