প্রচ্ছদ জাতীয় জরুরী সংবাদ সম্মেলন ডাকল জামায়াত জোট, জানা গেল কারণ

জরুরী সংবাদ সম্মেলন ডাকল জামায়াত জোট, জানা গেল কারণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ১১ দলীয় এই সমঝোতায় থাকা না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চাহিদা মতো আসন সমঝোতা না হওয়ায় তারা এতে থাকছে না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দলটি।

এছাড়া ইসলামী আন্দোলন এতে না থাকলে আরো কোন দল পিছুটান দেবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবে বিকেলের সংবাদ সম্মেলনে উপস্থিতি-অনুপস্থিতির মধ্য দিয়েই বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।