
জমিয়তের সভাপতি ওবায়দুল্লাহ ফারুককে বিএনপি জোটের প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
কিছুক্ষণ আগে নিজের ফেসবুক আইডিতে দলীয় প্রার্থী না হয়ে জনগণের প্রার্থীর কথা জানান বিএনপির এই নেতা।
তিনি লিখেন-
প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
দীর্ঘ ৩৫ বছর ধরে আমি আপনাদের সুখ-দুঃখে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।
আমাদের এলাকার আরও উন্নয়ন এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সিলেট -৫ ( জকিগঞ্জ-কানাইঘাট) আপনাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
আমি কোনো দলের নয়, বরং আপনাদের আস্থার প্রতিনিধি হতে চাই।
দুর্নীতিমুক্ত সমাজ এবং আধুনিক এলাকা গড়ার এই লড়াইয়ে আপনাদের দোয়া ও সমর্থন আমার একমাত্র পাথেয়।
আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে এক হই।। আপনাদের সকলের সহযোগিতা অংশগ্রহণ ও দোয়া একান্ত কাম্য…









































