প্রচ্ছদ জাতীয় জমিয়তের প্রার্থী ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির মনোনয়ন প্রত্যাশির

জমিয়তের প্রার্থী ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির মনোনয়ন প্রত্যাশির

জমিয়তের সভাপতি ওবায়দুল্লাহ ফারুককে বিএনপি জোটের প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

কিছুক্ষণ আগে নিজের ফেসবুক আইডিতে দলীয় প্রার্থী না হয়ে জনগণের প্রার্থীর কথা জানান বিএনপির এই নেতা।

তিনি লিখেন-

প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
দীর্ঘ ৩৫ বছর ধরে আমি আপনাদের সুখ-দুঃখে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।
আমাদের এলাকার আরও উন্নয়ন এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সিলেট -৫ ( জকিগঞ্জ-কানাইঘাট) আপনাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

আমি কোনো দলের নয়, বরং আপনাদের আস্থার প্রতিনিধি হতে চাই।

দুর্নীতিমুক্ত সমাজ এবং আধুনিক এলাকা গড়ার এই লড়াইয়ে আপনাদের দোয়া ও সমর্থন আমার একমাত্র পাথেয়।
আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে এক হই।। আপনাদের সকলের সহযোগিতা অংশগ্রহণ ও দোয়া একান্ত কাম্য…