প্রচ্ছদ জাতীয় জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ক্যাম্পাসের প্রধান ফটকে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা।

মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জবির প্রধান ফটকের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে অভিযোগ আহ্বায়ক কমিটির পদবঞ্চিত নেতাকর্মীদের। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি বলে অভিযোগ তুলেন তারা। এছাড়াও বঞ্চিত হবার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন কেউ কেউ। তবে কারা কারা ছাত্রলীগের ছিল তা স্পষ্টভাবে উল্লেখ করছে না কেউ।

জবি ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বলেন, আমরা আগের কমিটিতেও পদে ছিলাম। নতুন কমিটিতে যারা পদ পেয়েছেন তারা ছাড়া সবাই আজকের বিক্ষোভে অংশ নিয়েছি। আমরা সবাই নতুন কমিটিকে প্রত্যাখান করছি। এ কমিটিতে এমন অনেকে রয়েছেন যাদের ছাত্রত্ব নেই। এমনকি ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে এমন ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

জবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটিতে বিগত দিনে যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে, তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটাপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় দুইটা ব্যাচের ৯ম এবং ১১ ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি। ছাত্রলীগ থেকে ৫ তারিখের পরে ছাত্রদলে যোগ দেয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয়, একদিনও মানি না।

জবি ছাত্রদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, আমরা অংশগ্রহণমূলক রাজনীতি চাই। যারা ৫ আগস্টের পরে রাজনীতিতে এসেছে এমন অনেককেই কমিটিতে দেখছি। অথচ অনেক জ্যেষ্ঠ ও অভিজ্ঞদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। রাজনীতিতে সকলেই সম্মিলিত অংশগ্রহণ ব্যতীত স্বচ্ছতা সম্ভব নয়।

এর আগে মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক শাখায় আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল। নেতাকর্মীদের পদবঞ্চিত হবার অভিযোগ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সদস্য সচিব সামসুল আরেফিন চ্যানেল 24 অনলাইনকে মুঠোফোনে বলেন, আসলে বিষয়টি হলো অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তাই তারা পদ না পেয়ে বিক্ষোভ করেছেন। গনতান্ত্রিক দেশে এটাও তাদের একটা অধিকার।

উল্লেখ্য, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি সোমবার (২৩ ডিসেম্বর) অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রদল। প্রকাশ করা হয় আজ মঙ্গলবার দুপুরে। নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এবং সদস্য সচিব সামসুল আরেফিন বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সুত্রঃ চ্যানেল 24