কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, তিনি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম আনিকা তাসনিম। তবে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি ছিল গুজব। আনিকা বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না।’
তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল। এবং কেউ র্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট।’
আন্দোলন নিয়ে এই তরুণী লেখেন, ‘আমার ভাই-বোনেরা দেশের জন্য যা করছে, সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে।’সবশেষ আনিকা উল্লেখ করেন, ‘চুজ দ্য রাইট নিউজ টু শেয়ার, কারেক্ট টপিক টু মেইক ভাইরাল।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |