
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা বন্ধ রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক আনিসুর রহমান জানান, কারিগরি সমস্যার কারণে আপাতত ভোট গণনা স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হওয়ার কথা থাকলেও লাইনে থাকা ভোটারদের সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টার পর পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণনা শুরু হলেও কিছুক্ষণ পরই মেশিনে ত্রুটির কথা জানায় নির্বাচন কমিশন। পরে গণনা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভোটের দিন সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ে। প্রথমবার ভোট দিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা।
এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী লড়ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির ২১ বছরের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।










































