প্রচ্ছদ জাতীয় ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ’-এ কথা বলেছেন কি না ভুলে গেছেন...

ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ’-এ কথা বলেছেন কি না ভুলে গেছেন একরামুল করিম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার বক্তব্য ভুলে গেছেন বলে জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমপি একরামুলের ওই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে একটি গণমধ্যমকে এ কথা বলেন।

বক্তব্য সম্পর্কে একরামুল করিম চৌধুরী জানান, সে সম্পর্কে তার ভাষ্য—কোথায় কী কারণে তিনি এ কথা বলেছেন, সেটা তার স্মরণে নেই।

এবার সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন একরামুল করিমের ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী। এই নির্বাচনে সাবাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী (সেলিম)। আগামী ৮ মে এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিউলী একরাম বাজারে একটি পথসভায় এমপি একরামুলকে বলতে শোনা যায়, ‘যে এলাকা থেকে ভোট কম দেবেন সেই এলাকায় আমি কোনো উন্নয়নে হাত দেবো না। সরাসরি কথা। গিভ অ্যান্ড টেক। আমাকে দিবেন, আমি আপনাদের দিব।’

এমপি একরামুল আরও বলেন, ‘আমারে এমপি বানাইছেন। আমি তো বলছি, পাঁচ বছরের ক্ষমতায় আছি। এখন আমার মনমতো যদি উপজেলা চেয়ারম্যান বানান আমার মিডলম্যান আমি আপনাদের উপহার দিয়ে গেলাম।…আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি। পরে এখানের যেকোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ-দুঃখের কথা বলব।’

এরপর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোন প্রেক্ষাপটে, কী কারণে তিনি এমন বক্তব্য দিলেন—এমন প্রশ্নের জবাবে একরামুল বলেন, ‘এটা যারা লিখেছে তারা বলতে পারে। যেদিনের ঘটনা বলছে সেদিন তো আমি ১৪টা প্রোগ্রাম করেছি। কোথায় কী কারণে কী অ্যাঙ্গেলে এই কথা বলছে সেটা আমার নিজেরও স্মরণ নাই। ওনারা (সাংবাদিকরা) লিখেছেন। সুবর্ণচর তো অনেক বড়। ম্যাক্সিমাম চর অঞ্চল। এখানকার বেশিরভাগ জায়গাজমি জোতদাররা দখল করে রেখেছে সেই বিএনপি আমল থেকে।’