বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপণ করেছেন।
এসময় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১৯৮৪ সালে তাঁর বাবা জিগমে সিংগে ওয়াংচুকের লাগানো ‘সিলভার ওক’ গাছটি ছুঁয়ে দেখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন। এর আগে সফররত ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইতে সই করেন। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |