
ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়ম নিয়ে ফের কঠোর অবস্থান নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন।’
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সিলেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ-এর নিউজরুম আড্ডায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজের সকল বিষয় নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এক টেবিলে বসুন। জনগণকে একটা পরিষ্কার সিদ্ধান্ত জানান। শুধু নির্বাচনের সময় বড় বড় কথা বলে দায়িত্ব শেষ করা যাবে না। এখন জনগণ এসব বুঝে, আর ধোঁকা খাবে না।’
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘সিলেটের উন্নয়ন আজ স্থবির হয়ে আছে। ঢাকায় বসে সিদ্ধান্ত নিলেই সব হয়ে যায় না। স্থানীয় জনগণের অধিকার ও দাবি আদায়ে প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নাদমতে হবে।’
তিনি স্মরণ করিয়ে দেন, ‘এখনকার তরুণ সমাজ অনেক সচেতন ও সংগঠিত। অতীতে দেখা গেছে, ১৭ বছরের জুলুম-নির্যাতনের পরও ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং, যদি উন্নয়নের স্বার্থে আন্দোলন প্রয়োজন হয়, তবে সিলেটবাসী প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এই সিলেটের আপামর জনগণ তোমাদের দিকে তাকিয়ে আছে। দ্রুত সিদ্ধান্ত নাও, নইলে আন্দোলন অনিবার্য।’
সূত্র: সিলেটভিউ২৪ডটকম












































