সারাদেশ: ‘লাভ লাইন’ নাটকের অনন্যা চৌধুরীর কথা মনে আছে? না, অবান্তর প্রশ্ন নয়, প্রায় চল্লিশ লাখ দর্শক যে নাটক দেখেছেন, তাদের কারও কারও তো এই চরিত্রটি মনে থাকারই কথা; সে কারণেই এই প্রশ্ন। বাদামি চোখ, মায়াবী মুখ, মিষ্টি করে কথা বলা মেয়েটিকে দর্শক এরই মধ্যে ভুলে গেছেন কী? মনে হয় না। এবার সেই অনন্যা চৌধুরীর ছবির ফ্রেমটা আপনাদের সামনে রাখলাম। এবার আরেকটি ফ্রেমে তুলে ধরি। সেটা এই সময়ের এক আলোচিত কণ্ঠশিল্পীর। যার লেখা ও গাওয়া একটি গান সম্প্রতি দেশজুড়ে আলোড়ন তুলেছে।
‘ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি; কীভাবে মানুষ মরেছে অকালে, কীভাবে কেটেছে রাতি’ সুরে বাঁধা তাঁর এই শব্দগুলোয় ছিল মনের গহিনের আর্তচিৎকার, যা আঁচড় কেটেছে লাখো মানুষের হৃদয়ে। একই সঙ্গে শিরায় বইয়ে দিয়েছে অগ্নি¯রাতেত। বেগবান করেছে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন। ঠিক একাত্তরে যেভাবে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে কালজয়ী গানগুলো সম্মুখযোদ্ধাদের বিজয় ছিনিয়ে আনার প্রেরণা জুগিয়েছিল, একইভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ‘ভুলে যাই আমি’ গানটি হয়ে উঠেছিল প্রতিবাদের সাহসী উচ্চারণ।
আর এই গানের শিল্পী ও গীতিকবি পারশা মাহজাবীন; ডাকনাম পূর্ণী। এবার দুই ছবির ফ্রেম মিলিয়ে দেখুন তো, অনন্যার সঙ্গে পূর্ণীর মিল খুঁজে পান কিনা। কী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন? দেখতে তো একই রকম, তা হলে দুই ফ্রেমের ছবি দু’জন নাকি একজনের– এই প্রশ্ন মনে জেগে উঠেছে? না, আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনাদের খোলাসা করেই বলে দিই, জনপ্রিয় নাটকের সুবাদে যিনি অনেকের কাছে ‘অনন্যা’ বলে পরিচিত, তিনিই কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন। যাঁর গান ক’দিন আগে স্বৈরশাসকের বিরুদ্ধে গর্জে ওঠার হাতিয়ার হয়ে উঠেছিল।
পারশা আগেও বেশ কিছু নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। আরটিভির ফোক স্টেশনে গাওয়া ‘দিলোনা দিলোনা’, ‘তোমার ঘরে বসত করে’, ‘মানুষ পাখি’, ‘ধন্য ধন্য বলি তারে’ অনেকেই পছন্দ করেছেন। ছোটবেলায় মায়ের কাছে সংগীতে হাতেখড়ি হওয়া পারশা ২০১৭ সালে চ্যানেল আইর রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।
এরপর ‘প্রেমের গান’, ‘জানি তুমিও’সহ আর কিছু গান প্রকাশ করে শ্রোতার মনোযোগ কেড়েছিলেন। কিন্তু অভিনয় জগতে পা রাখার পর পরিচিতিটা ভিন্নদিকে ঘুরে গিয়েছিল। তাই পারশা মাহজাবীনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গানের পাশাপাশি অভিনয় করেও যখন দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন, তখন কোন পরিচয়টাকে বড় করে দেখছেন? এর জবাবে তিনি বলেন, গানই আমার ধ্যান-জ্ঞান, এর বাইরে অন্য কোনো পরিচয় বড় করে দেখি না। স্বপ্ন দেখি ভার্সেটাইল শিল্পী হওয়ার। তাই আয়োজন করছি, নতুন সব গানের। হ্যাঁ, অভিনয় ভালো লাগে। ছবি আঁকতে যেমন ভালো লাগে ঠিক তেমনই। আসলে নানা সময় নানা কিছু করার ইচ্ছা আগে। তেমন ইচ্ছা থেকেই হঠাৎ অভিনয়ে আসা। কিন্তু মাত্র দুটি নাটকে অভিনয় করে এমন সাড়া পাব, অভিনীত চরিত্রের নামে নিজের পরিচিতি ছড়িয়ে পড়বে, এটা সত্যি ভাবিনি। তাই গানের পাশাপাশি সুযোগ পেলে অভিনয়ও করে যেতে চাই। তবে যা কিছুই করি, লক্ষ্য থাকবে দেশকে ভালো কিছু দেওয়ার।’
সূত্র: Samakal
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |