রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লাবলু মিয়া হত্যার ঘটনায় হারেজ উদ্দিন (৪২) ও মাহিয়ানুল হক অর্চি (২৭) নামে দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। হারেজ একজন আওয়ামী লীগ কর্মী, আর অর্চি উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
শুক্রবার রাতে উত্তরা ১১নং সেক্টরের ১৮নং রোড এবং ৪নং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান শনিবার এই তথ্য নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, লাবলু মিয়া হত্যার ঘটনায় গত ২২ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়ক ও ৩নং সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ করা হয়। এ সময় লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ ও মাহিয়ানুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং লাবলু মিয়া হত্যায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |