প্রচ্ছদ অপরাধ ও বিচার ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীদের ভিতরে ঢুকে ছাত্রদের উপর হামলা করেছে: চবি উপ-উপাচার্য

ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীদের ভিতরে ঢুকে ছাত্রদের উপর হামলা করেছে: চবি উপ-উপাচার্য

চবি উপ-উপাচার্যের দাবি অনুযায়ী, ছাত্রলীগের একদল ক্যাডার স্থানীয় গ্রামবাসীদের ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও রয়েছেন।

উল্লেখ্য, সোমবার দুপুর ১১টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজারের পূর্বসীমা থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সূত্র: জনকণ্ঠ