প্রচ্ছদ জাতীয় ছাত্রদল নেতার কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রী বাড়ি ছাড়া

ছাত্রদল নেতার কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রী বাড়ি ছাড়া

কুমিল্লা লালমাই উপজেলায় কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীকে এক কাপড়ে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা পরিচয়দানকারী হাবিব উল্যাহর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার বারাইপুর গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ইয়াছমিন আক্তার অভিযোগ করেন, হাবিব উল্যাহ দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এ বিষয়টি তিনি স্বামীকে জানানোর পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় বাবার বাড়িতে অবস্থান করছেন।

প্রবাসী স্বামী হাবিবুর রহমান বলেন, ‘আমরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখি, অথচ দেশে পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে। থানায় লিখিত অভিযোগ করেও এখনো বিচার পাইনি।’

ভুক্তভোগী আরো জানান, পারিবারিক কলহের সুযোগে শ্বশুর ও দেবর প্রথমে তাকে মারধর করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনি ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো সমাধান না দিয়েই চলে যায়। এরপর ছাত্রদল নেতা হাবিব উল্যাহ তার মায়ের ভেনিটি ব্যাগ থেকে নগদ ১৫ হাজার টাকা ও তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং টেনে-হিঁচড়ে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়।

অভিযুক্ত হাবিব উল্যাহ দাবি করেন, তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসাচ্ছে।

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান জানান, প্রথম ঘটনার সময় তারা ঘটনাস্থলে গিয়ে আইনী পরামর্শ দিয়েছিলেন, তবে পরের ঘটনা জানানো হয়নি।

লালমাই থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুত্রঃ বার্তাবাজার