প্রচ্ছদ জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলা

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলা

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১মে) রাত নয়টার দিকে শিল্পকলার সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে। এতে গুরুতর জখম হন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা শ্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়।

বর্তমানে শ্রাবণ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে। নারী পুরুষসহ সমাজের তরুণ সমাজ আজ তাদের দ্বারা আক্রান্ত। তারা গণতন্ত্রকামী সৈনিকের রক্ত ঝরিয়ে উল্লাস করছে। কিন্ত হামলা করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। সবকিছুরই একদিন বিচার হবে।’

তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং শ্রাবণের সুস্থতা কামনা করেন।