
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে।
এতে বলা হয়, এর অংশ হিসেবে ১৬ জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরামসহ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সব শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি :
১. ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে, ওই সমাবেশে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশগ্রহণ করবেন।
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু
২. ১৬ জুলাই বুধবার সারা দেশে সব জেলা ও মহানগরে স্মরণসভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।
৩. ১৭ জুলাই বৃহস্পতিবার সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
৪. ১৮ জুলাই শুক্রবার বাদ আসর জুলাই-আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে সব উপজেলা ও পৌরতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।