প্রচ্ছদ জাতীয় ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীনস্থ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বাবায়ক মো. সোহেল আহমেদ সানিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীনস্থ সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহ্বায়ক মো. সোহেল আহমেদ সানিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।