প্রচ্ছদ সারাদেশ ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত লাগিয়ে বিক্রি, অতঃপর…

ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত লাগিয়ে বিক্রি, অতঃপর…

সারাদেশ: প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির পশুর হাটে বিক্রি হচ্ছে ছাগল। বিষয়টি ধরে ফেলেন ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছাগল বিক্রেতাকে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। এতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাতটি ছাগল জব্দ করা হয়। গ্রেপ্তার বিক্রেতা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রি করতে হায়দ্রাবাদ ও করাচিতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী জানান, তার বাড়ি সিন্ধু প্রদেশে। তিনি ঈদুল আজহার জন্য পশু বিক্রি করতে করাচিতে এসেছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।