
একটি চাকরি ফিরে পাওয়ার আশায় প্রতিদিন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল ইসলাম। প্রায় এক বছর ধরে তার এই নীরব প্রতীক্ষা। চাকরি না থাকার কারণে পরিবার নিয়ে চরম অর্থকষ্টে আছেন তিনি। তাই চাকরি ফিরে পাওয়ার এই দৃঢ় সংকল্প।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটছে।
নজরুল ইসলাম (৫৫), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন। প্রায় এক বছর আগে কিছু ঝামেলা সৃষ্টি হলে অনেক শ্রমিকের সঙ্গে তারও চাকরি চলে যায়। বারবার চেষ্টা করেও তিনি চাকরিতে ফিরতে পারেননি।
এরপর থেকেই তিনি প্রতিদিন সকালে এসে কারখানার গেটের সামনে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে থাকেন। দুপুরে এক ঘণ্টার জন্য বাড়িতে গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসেন। সন্ধ্যায় কারখানা ছুটির পর সবার সঙ্গে বাড়ি ফেরেন। এলাকাবাসী ও কারখানার নিরাপত্তাকর্মীরা তাকে প্রতিদিন এভাবে দেখতে পান। পরে তার সঙ্গে কথা বলে এই করুণ ঘটনাটি জানতে পারেন।
নজরুল ইসলাম বলেন, বিনা কারণে আমাকে কারখানায় যেতে দেওয়া হচ্ছে না। আমার চাকরি যায়নি। কেন আমাকে তারা যেতে দিচ্ছে না, তার প্রতিবাদে আমি অবস্থান ধর্মঘট পালন করছি। যতদিন চাকরিতে যোগ দিতে দেবে না, ততদিন আমি এভাবেই প্রতিবাদ জানিয়ে যাব।
অন্যদিকে, কারখানার এক কর্মকর্তা জানান, এক বছর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যায়। ওই সময় নজরুল ইসলাম পদত্যাগপত্র জমা দেননি এবং তার প্রাপ্য টাকাও নেননি। তাকে টাকা নিতে বলা হলেও তিনি তা না নিয়ে প্রতিদিন গেটে এসে বসে থাকেন।












































