চলন্ত ট্রেনে স্ত্রীকে তালাক দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক যুবক। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম আরশাদ। অভিযোগ উঠেছে, ট্রেনের মধ্যেই স্ত্রীকে মারধর করে তিন তালাক বলে ট্রেন থেকে লাফিয়ে নেমে যান তিনি। ট্রেন সেই সময় ঝাঁসি স্টেশনে ঢুকছে। পরে পুলিশের দ্বারস্থ হন আফসানা নামের ওই তরুণী।
জানা গেছে, ঘটনাটি গত ২৯ এপ্রিলের। ট্রেন যখন স্টেশনে ঢুকছে তখনই অভিযুক্ত আরশাদ স্ত্রীকে তালাক দেন। তারপর ট্রেন থেকে নেমে পালিয়ে যান। গোটা ঘটনায় হকচকিয়ে যান আফসানা। পরে তিনি জিআরপির দ্বারস্থ হন। পুলিশ এফআইআর দায়ের করে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারীরা।
গত ১২ জানুয়ারি বিয়ে হয় আফসানা ও আরশাদের। কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে দুই পরিবারের মধ্যে যোগাযোগ হয়েছিল। কিন্তু বিয়ের পর আরশাদের পৈতৃক বাড়িতে গিয়ে আফসানা চমকে ওঠেন। জানতে পারেন, আরশাদ ইতিমধ্যেই বিবাহিত। স্বাভাবিকভাবেই এরপর তাদের মধ্যে ঝগড়া হয়।
কিন্তু আরশাদ ও তার মা উল্টো আফসানাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। শেষপর্যন্ত এপ্রিলের শেষ সপ্তাহে তাকে তালাক দিয়ে গায়েব হয়ে যান আরশাদ।
প্রতি বছর ২৫ কুমারী মেয়েকে বাছাই করেন কিম!প্রতি বছর ২৫ কুমারী মেয়েকে বাছাই করেন কিম!
ভুক্তভোগী আফসানার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যালে ভাইরাল হয়েছে, যেখানে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সাহায্য চাইছেন। আফসানা বলেন, কেবল তিনিই নন, তার মতো স্বামী পরিত্যক্তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও আবেদন করেন তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |