প্রচ্ছদ জাতীয় চলছে ডাকসুর হলভিত্তিক ফল ঘোষণা, দেখুন ভিডিওসহ

চলছে ডাকসুর হলভিত্তিক ফল ঘোষণা, দেখুন ভিডিওসহ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের হলভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাত গভীর হলেও সিনেট ভবনে ফলাফল জানার অপেক্ষায় এখনো উপস্থিত রয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সাংবাদিক।

বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, ‘আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও কেন্দ্রীয় ডাকসুর ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার স্থান হবে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে।’

সিনেট ভবনের সামনেই চলছে ফল ঘোষণার এই প্রক্রিয়া। ফল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ও উৎসাহ দেখা যাচ্ছে। ভবনের ভেতর-বাইরে স্লোগান ও উল্লাসে মুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর থেকেই চলছে ভোট গণনার কাজ, যা দীর্ঘসূত্রতার কারণে মাঝরাত পর্যন্ত গড়িয়েছে।