
হাতপাখা প্রতীক না থাকা আসনগুলোতে আলোচনার ভিত্তিতে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শগত বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে।
বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে থেকে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারির পর প্রচারণা শুরু হলে আলোচনা শেষে এসব আসনে সমর্থনের ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সময়মতো জানানো হবে।










































