প্রচ্ছদ আন্তর্জাতিক চমক রেখে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

চমক রেখে কোপা আমেরিকার দল ঘোষণা আর্জেন্টিনার

আগামী ২১ ‍জুন মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এবারে ফেভারিট হিসেবে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ স্কালোনি।

প্রত্যাশিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। একই তালিকায় আছেন এমি মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া ও হুলিয়ান আলভারেজদের মতো তারকা ফুটবলাররা।

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচো ও এসি মোনজার ভ্যালেন্তিন কারবোনিও আছেন স্কোয়াডে। দুজনই ইকুয়েডর ও গুয়েতেমালা প্রীতি ম্যাচের দলে ছিলেন।

রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গারনাচো ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল।

কোপা আমেরিকা মিস করতে যাওয়ার তালিকায় সবচেয়ে বড় নামটা পাওলো দিবালা। রোমার এ তারকা সিরি আ’র বর্ষসেরা দলে থাকলেও তাকে প্রীতি ম্যাচের দলেই জায়গা দেননি স্কালোনি।

এ ছাড়াও কোপা আমেরিকা মিস করার শঙ্কা ছিল লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়ার। শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ২টি প্রীতি ম্যাচের দলে থাকলেও তিনজনের কেউই ডাক পাননি স্কালোনির কোপা আমেরিকার দলে।

বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে শুরু হবে ৪৮তম কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে মেসির আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা।

আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুয়ি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেতসেয়া, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ভালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।