প্রচ্ছদ আন্তর্জাতিক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র যাত্রা নিয়ে মধ্যরাতে যে বার্তা দিলেন শহিদুল আলম

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র যাত্রা নিয়ে মধ্যরাতে যে বার্তা দিলেন শহিদুল আলম

গাজার উদ্দেশে যাত্রা করা ৪৩টি ত্রাণবাহী জাহাজের নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে এখনো নিশ্চিত নয়, বাস্তবে এতগুলো জাহাজ আটক হয়েছে কিনা।

এই পরিস্থিতিতে ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি দেন জাহাজের একটি কক্ষ থেকে। সেখানে তিনি জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে তিনি জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানান, ‘আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহিদুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘The vessels still sailing (নৌবহর এখনো নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রেখেছে)।’ তবে কতগুলো গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েল কতগুলো জাহাজ আটক করেছে, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: জনকণ্ঠ