প্রচ্ছদ বাংলাদেশ গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশাল সুখবর

গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশাল সুখবর

বাংলাদেশ: প্রিমিয়াম হলিউড স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লায়ন্সগেট প্লে’ নিয়ে এলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। গ্রাহকরা মাইজিপি অ্যাপে উপভোগ করতে পারবেন হলিউডের নানা বিনোদন।

‘লায়ন্সগেট প্লে’র মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা হলিউডের ১৮ হাজারের বেশি সিনেমা ও টিভি শো’ দেখতে পারবেন। গ্রাহকদের জন্য রয়েছে জন উইক, দ্য এক্সপেন্ডেবলস, দ্য হাঙ্গার গেমস এবং স -এর মতো ব্লকবাস্টার সিনেমা সিরিজ। আরও রয়েছে অপারেশন ফরচুন, প্লেন, শটগান ওয়েডিং, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট, দ্য হিটম্যানস ওয়াইফ’স বডিগার্ড, কিল বিলসহ অনেক কনটেন্ট।

জিপি জানিয়েছে, তাদের গ্রাহকরা তাদের জিপি মোবাইল নম্বর ব্যবহার করে ‘সিঙ্গেল সাইন-অন’ ফিচারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই লায়ন্সগেট প্লে ব্যবহার করতে পারবেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।