
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই স্ট্যাটাস দেন।
সারজিস আলম লিখেছেন, যে ১৬ জুলাইয়ে হাসিনার নির্দেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে শেষ করে দিতে ৬ জন বীর সহযোদ্ধাকে প্রথম হত্যা করা হয়, ১ বছর পরে ঠিক সেদিনই আমরা ‘জুলাই পদযাত্রা’ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছি।
তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি গোপালগঞ্জ শহরের পৌর পার্কে।
স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না জানিয়ে এই এনসিপি নেতা লিখেছেন, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না। বিপ্লব চলমান, লড়াই হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।
সবশেষে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ।