প্রচ্ছদ অপরাধ ও বিচার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, দাফনের ৪০ দিন পর তোলা হলো মরদেহ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, দাফনের ৪০ দিন পর তোলা হলো মরদেহ

অপরাধ: চট্টগ্রামে মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তের জন্য গৃহবধূ আলফা শাহরিনের (২৬) মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পিবিআই। ওই গৃহবধূর শ্বশুরবাড়ি পক্ষের দাবি— ‘রিকশায় ওড়না পেঁচিয়ে’ তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি— যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ি, ননদ ও দেবর মিলে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে আদালতের নির্দেশে বায়েজিদ চালিতাতলী জামে মসজিদের পাশে দারোগা বাড়ি কবরস্থান থেকে এ মরদেহটি উত্তোলন করা হয়।

গত ৬ মে তিনজনকে আসামি করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ একটি পিটিশন দায়ের করেছেন ভিকটিমের বাবা নুরুল করিম।

আদালতের নির্দেশনা পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো শাখা। আদালতের নির্দেশে গত ৭ মে পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ ওই পিটিশনটি এফআইআর হিসেবে গণ্য করে মামলা রুজু করে নিহতের বাবা।

মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- নিহতের শাশুড়ি অয়েশা বিবি, ননদ আফিফা ও সামির। তাদের বাড়ি পাঁচলাইশ থানার আদু মাঝির বাড়ি এলাকায়। তবে তারা সকলেই পলাতক রয়েছেন।

পিবিআই মেট্রো শাখার সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম জানান, কবর থেকে শাহরিনের লাশ তোলা হচ্ছে। হত্যা বা দুর্ঘটনা কোনো তথ্যই উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই কিনারা হবে শাহরিনের মৃত্যুর রহস্য।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।