টি-টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনার ঢেউ দোল দিয়ে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর তিন দিন পেরোলেই মাঠে গড়াবে আইসিসির জমজমাট এই টুর্নামেন্ট। এবারের আসরে কোন চার দল সেমিফাইনালে খেলতে পারে তা নিয়ে ইতোমধ্যেই নিজেদের মতামত জানিয়েছেন যুবরাজ সিং, শহিদ আফ্রিদি, মাইকেল ভনের মত সাবেক ক্রিকেটাররা। এবার এ তালিকায় নাম লিখিয়েছেন সুনীল গাভাস্কার ও অ্যারন ফিঞ্চ।
সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেমট বিশ্লেষক গাভাস্কার ভারতের এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কোন চার দল এবার খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে। অবশ্য তাঁর এই তালিকায় আছে ভারতের নাম। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও রেখেছেন তিনি।
ভারত এবং ইংল্যান্ড ছাড়া গাভাস্কারের বাকি দুইটি দল হল অস্ট্রেলিয়া এবং সহ-আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এদিকে কোন চার দল শেষ চারে খেলবে তা জানিয়েছেন সাবেক অজি ক্রিকেটার ফিঞ্চও।
শেষ চারের দলগুলো নিয়ে গাভাস্কারের সঙ্গেই সুর মিলিয়েছেন ফিঞ্চ। সাবেক এই অজি ক্রিকেটারও মনে করেন এবারের আসরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজই নিশ্চিত করতে পারবে সেমিফাইনাল।
আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচেই স্বাগতিক যুক্ত্রাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |