প্রচ্ছদ জাতীয় গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জিএস, এজিএসসহ একাধিক পদে ছাত্রশিবিরে জয়

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জিএস, এজিএসসহ একাধিক পদে ছাত্রশিবিরে জয়

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রায়হান। এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন সামিউল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। 

অন্যদিকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ফলাফল ঘোষণার সময় বিশাল সংখ্যক বহিরাগতদের নেতা কর্মীদের উপস্থিতিতে নির্বাচন “মানি না মানবো না” শ্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভাঙ্গার চেষ্টা করে ছাত্রদল। তিনশতাধিক পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়।

ভোটগ্রহণকে ঘিরে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন ছিলেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছিল সিসি ক্যামেরা, যা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে জায়ান্ট এলইডি স্ক্রিনে সম্প্রচার হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করেছে।