প্রচ্ছদ জাতীয় গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যের শুরুতেই যা বললেন তারেক রহমান

গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যের শুরুতেই যা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার শুরুতে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

জাতির উদ্দেশে বক্তব্য শেষে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশানের বাসায় যাবেন বিএনপির এ শীর্ষ নেতা।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ে লাল-সবুজের বাসটি ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলে আসে।

সংবর্ধনাস্থলে যেতে যেতে দেশবাসীর উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো পথ জনসমুদ্রে পরিণত হওয়ায় বাসটিকে গন্তব্যস্থলের দিকে বেশ ধীর গতিতে এগিয়ে যায়। এতটাই বেগ পেতে হয়েছে ৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লেগেছে ৩ ঘণ্টার বেশি।

এদিকে, আজ ১১টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন ঢাকায় থাকা পরিবারের সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা।