
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে। এ সময় হামলা করে ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাজ্জাদ মাওলা বিন মিজানসহ তার লোকজনের সঙ্গে একই কমিটির সদস্য রাকিব হাসানসহ তার লোকজনের বিরোধ চলে আসছিল। সাজ্জাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন।
অপরদিকে রাকিব বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর রাজনীতি করেন।
ছাত্রদল নেতা সাজ্জাদের অভিযোগ, গত বুধবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে ছাত্রদল নেতা মাসুদুর রহমানও উপস্থিত ছিলেন। রাতেই প্রতিপক্ষ রাকিব হাসান ও তার লোকজন ওই কার্যালয়ে এসে কাজী মনিরুজ্জামান মনিরের ছবি নামিয়ে রাখা এবং কার্যালয় খালি করে দেওয়ার জন্য বলে আসে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে রাকিব হাসান, শাহাবুদ্দিন, নজরুল, মোশারফ, বাবু, আরিফ বকুলসহ ৩৫ থেকে ৪০ জনের একটি দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ কাজী মনিরুজ্জামান মনিরের ছবি ভাঙচুর করে।
বাধা দিতে গেলে হামলাকারীরা সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েম, জুবায়ের শাহরিয়ার নাসিম ও গোলাম মাওলা নয়নকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই কার্যালয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে গ্রামবাসী হামলা করেছে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ছাত্রদলের কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুই গ্রুপকে শান্ত থাকার কথা বলা হয়েছে।
সূত্রঃ আমার দেশ












































