প্রচ্ছদ জাতীয় খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ভোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গতকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে। তবে নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

এবার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল।

বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী যেমন রয়েছে, এখনো বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।