
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। একই সঙ্গে তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।” তিনি দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও একই বিষয়ে সতর্ক করে বলেন, এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যা-ই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন এবং তাঁদের কাছ থেকে যতটুকু জানা গেছে, তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব এড়াতে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : জনকণ্ঠ













































